স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ৯ জুন।। জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়ার উপস্থিতিতে পাতালকন্যা জমাতিয়ার উপর হামলা করা হয়।
তার গাড়ি ভাঙচুর, আহত দেহরক্ষী। ঘটনা চম্পক নগর, জম্পুইজলা ও বৃদ্ধিবাজার রোডের ট্রাইজংশনে টিএসআর ৭ম ব্যাটেলিয়ানের সদর কার্যালয়ে সামনে।
এদিন ফের তিপ্রা মথার কর্মীদের অবরোধের মুখে পড়েন জনজাতি কল্যান মন্ত্রী রামপদ জমাতিয়া এবং বিজেপি নেত্রী পাতালকন্যা জমাতিয়া।
ঘটনার পরেই মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহানির্দেশককে ফোন করেন মন্ত্রী। প্রসঙ্গত, পাতালকন্যা জমাতিয়ার বিরুদ্ধে তৈদু এলাকাতেও বিক্ষোভ সংগঠিত করা হয়েছে। এনিয়ে মথা ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা চলছে।