স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৭ জুন।। উদয়পুর দক্ষিণ মাতাবাড়ি এলাকায় রঞ্জিত শীলের বাড়িতে হানা দেয় পুলিশ। রঞ্জিতের জামাতা আকাশ শীল দীর্ঘদিন ধরে নেশা কারবারের সাথে যুক্ত।
অভিযুক্তের শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সামগ্রীসহ তাকে আটক করে। প্রসঙ্গত রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে আছে নেশা সামগ্রী কারবারিদের ঠেক।
মুখ্যমন্ত্রী পদে বসেই বিপ্লব কুমার দেব ঘোষণা দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার। সেই মোতাবেক পুলিশ তৎপর হয়। আজও তৎপরতা জারি আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নেশা সামগ্রী রাজ্যে আমদানির রাস্তা কেন বন্ধ হচ্ছে না।
রাজ্যের ভেতরে যাতে আনা বন্ধ করা হয় সেই ব্যবস্থা পুলিশকে করতে হবে। অভিযোগ রাজ্যে যেসব গাড়ি প্রবেশ করে সেখানে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করছে না।