স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৭ জুন।। ১লা জুন ৩৪ রাজনগর বিধানসভার অন্তর্গত পি আর বাড়ি থানাধীন রাধানগরে সিপিএম বিজেপি সংঘর্ষে গুরুতরভাবে সিপিএমের দুষ্কৃতীদের হাতে আহত হন বিজেপি কর্মী প্রদীপ দে।
পরবর্তী সময়ে রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে ৩রা জুন প্রদীপ দেকে শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় এবং ৪ তারিখ জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রদীপ দে।
আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং বিলোনিয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক মৃত প্রদীপ দের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ১০০০০ টাকার চেক তুলে দেন মৃত ব্যক্তির পরিবারের হাতে। সেইসাথে তার ছেলের পড়াশুনা থেকে শুরু করে যখন যা প্রয়োজন তা সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
ঘটনার এতদিন পরে ও একজন আসামী গ্রেপ্তার না হওয়ায় এলাকায় চাপা ক্ষোভ এবং গুঞ্জন সৃষ্টি হয়েছে। কিন্তু কোনো রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না কেউই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কে পাশে নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। তিনি জোর দিয়ে বলেন আসামিদের শাস্তির দাবিতে প্রয়োজনবোধে হাইকোর্টের দরজা পর্যন্ত যাবেন তিনি।
কিন্তু বাস্তবে তা কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে। যদিও দক্ষিণ জেলার বিভিন্ন মন্ডল প্রদীপ দে হত্যাকাণ্ডের সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে। কিন্তু সেটা বাস্তবে কতটা কর্ণপাত করবে পুলিশ প্রশাসন তা সময়ই বলবে।