স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৭ জুন।। জলের জন্য হাহাকার প্রতিটি মহল্লায়। ঘেরাও হচ্ছে জল দপ্তর। কিন্তু হেলদোল নেই জল দপ্তরের। দিশেহারা হয়ে জলের জন্য আগামী দুই তিন দিন অপেক্ষা করার পর ডিডবলিওএস দপ্তরে তালা ঝুলানোর হুমকি দিল গ্রামীণ মহিলারা।
ঘটনা গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের লক্ষীপুর এ ডি সি ভিলেজের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে। কৃষ্ণপুর গ্রামের মানুষজনের অভিযোগ বছরের পর বছর তারা জল কষ্টে ভুগছেন। বহু আবেদন নিবেদন করার পর ওই গ্রামের জন্য একটি উন্নতমানের পানীয় জল উৎস সৃষ্টি করার জন্য সরকারী ভাবে অর্ডার হয়।
সেই অনুযায়ী কৃষ্ণপুর গ্রামের জনৈক ব্যক্তির জায়গা দেখে স্থান নির্বাচন করে পাইপ বোরিং এর কাজ শুরু করে গন্ডাছড়া মহকুমার ডি ডবলিও এস দপ্তর। জলের জন্য খুশির হাওয়া বইছিল গ্রামের মানুষের মধ্যে। কিন্তু হঠাৎ করে সোমবার সন্ধ্যায় অন্ধকারে পাইপ বোরিং -এর সমস্ত মেশিন সহ যন্ত্রপাতি তুলে আনে জল দপ্তর। এতে ক্ষোভে ফেটে পড়েন গ্রাম বাসীরা।
মঙ্গলবার বেলা বারটায় কৃষ্ণপুর গ্রামের শতাধিক মহিলা পুরুষ ঐক্যবদ্ধভাবে জলের দাবিতে এবং নির্মিয়মান জলের উৎস সৃষ্টির কাজ যথাস্থানে করার দাবিতে ডি ডবলিও এস দপ্তর ঘেরাও করে যদিও ওই সময়ে সংশ্লিষ্ট দপ্তরের এস ডি ও অনুপস্থিত থাকায় দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর লিখিত অভিযোগ দায়ের করেন এবং দুই তিন দিনের মধ্যে সুব্যবস্থা না হলে ডি ডাবলিও এস দপ্তরে তালা ঝুলানোর হুমকি দিয়ে যান ক্ষীপ্তা মহিলারা।