স্টাফ রিপোর্টার, অমরপুর, ৬ জুন।। করবুক পাঞ্জিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে গতকাল এক বিশেষ প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া।
শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার দ্বারা গৃহীত বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি সম্পর্কে। জনগণকে অবহিত করার জন্য এ ধরণের শিবিরের আয়োজন করা হচ্ছে। এই ধরণের শিবিরের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ প্রশাসনিক ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা অতি সহজে গ্রহণ করতে পারবেন।
জনজাতি কল্যাণ মন্ত্রী আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার জনজাতি অংশের মানুষের বিকাশে আন্তরিক। জনজাতি এলাকায় শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি করার লক্ষ্যে একলব্য বিদ্যালয় স্থাপন সহ রাস্তাঘাট, পানীয়জলের পরিষেবা প্রদান এবং জনজাতিদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা জনজাতি স্ব স্বাসিত জেলা পরিষদ এলাকার এমডিসি ভূমিকানন্দ রিয়াং, করবুক ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অসীম ত্রিপুরা, গোমতী জেলার জেলা শাসক রাভেল হেমেন্দ্র কুমার, করবুক মহকুমার মহকুমা শাসক পার্থ দাস প্রমুখ। অতিথিগণ সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময়ও করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া বৃক্ষ রোপন করেন। তারপর তিনি করবুক আইসিডিএস কর্তৃক আয়োজিত স্বাদ ভক্ষন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজকের এই শিবির থেকে করবুক ব্লক এলাকার ৩০২ জন রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।
এছাড়া বিনামূল্যে রক্ত পরীক্ষা ও কোভিড টিকা দেওয়া হয়। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ১১৯টি পিআরটিসি, ৮৯টি এসটি, ১৫টি ম্যারেজ ও ৬টি ইনকাম সার্টিফিকেট এর জন্য আবেদনপত্র সংগ্রহ করা হয়। শিবিরে পুলিশ প্রশাসন থেকে প্রয়াস এর অঙ্গ হিসেবে সচেতনতামূলক একটি নাটক উপস্থাপন করা হয়।