স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জুন।। জম্পুইজলা প্রমোদনগর বাজারে গাড়ির ধাক্কায় বেঘোরে মৃত্যু হয়েছিল কৃষক যাদব মনি দেববর্মার।
ঘটনার পর গাড়ি চালক তথা তিপ্রা মথার নেতার ছেলে সহ ২ জনকে আটক করে পুলিশ। কিন্তু রাতে তাদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট চেষ্টা হয়েছিল।
পুলিশ হেনস্থার শিকার হলেও তাদের ছাড়েনি। অভিযুক্ত হুকু দেববর্মা এবং বিধুভূষণ দেববর্মাকে মঙ্গলবার আদালতে পেশ করে। প্রসঙ্গত, গোটা রাজ্যে নেশা সামগ্রীর ব্যাপক বাণিজ্য চলছে।
অনেক ক্ষেত্রেই সাফল্য পেলেও নেশা কারবারিদের জালে তুলতে সক্ষম হচ্ছে না।প্রতিদিন বহিঃরাজ্য থেকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আমদানি করা হচ্ছে।