স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৭ জুন।। পাতালকন্যার বিরোধিতা ঘিরে রণক্ষেত্র তৈদু। পুলিশের সাথে ধস্তাধস্তি ও গাড়ি ভাঙচুরের পর ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। মঙ্গলবার তৈদু বাজার সংলগ্ন সিংলুং কমিউনিটি হলে বিজেপি’র যোগদান সভা ছিল।
সেখানে পাতালকন্যা জমাতিয়ার আসার কথা ছিল। তাই কিছু সংখ্যক মহিলা পাতাল কন্যার বিরোধিতা করতে থাকে। শেষে পুলিশ এবং বিজেপি কর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটে।
তাতে পুলিশের এবং সাধারণ মানুষের যানবাহন ভাঙচুর করা হয়। পরে কাঁদানে গ্যাসের সাহায্যে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সাংসদ রেবতি কুমার ত্রিপুরা, মন্ত্রী রামপদ জমাতিয়া পুরো ঘটনা সামনে থেকে দেখেছেন।
কারণ তারাও সভায় আসার পথে বিক্ষোভ মুখে পড়েছিলেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।