স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জুন।। পরিচিত মানুষদের জন্য গোপনে টিকিট সংগ্রহ!
অসোন্তষ ও ভোগান্তিতে রোগীর পরিজনেরা। ঘটনাটি রাজ্যের সবচেয়ে অত্যাধুনিক বৃহত্তর হাসপাতাল জিবির। এমনিতে প্রতিদিনই জিবি হাসপাতালে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনেরা সংকটের মুখোমুখি হচ্ছে।
পরিকাঠামোগত কারণে প্রতিদিনই সংবাদমাধ্যমে উঠে আসছে বিভিন্ন ধরনের ঘটনা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল নিয়ে বিভিন্ন অভিযোগ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ শয্যার অভাব, লিফট বিকল, ঔষধের অভাব, পকেটমার ও চোরের উপদ্রব এই সমস্ত বিভিন্ন সমস্যায় ধুকছে জিবি হাসপাতাল।
এর মধ্যেই হাসপাতালে রোগীর পরিবার পরিজনদের আরো একটি অভিযোগ হলো সকাল থেকে না খেয়ে ব্লাড টেস্টের টিকিট সংগ্রহ করার জন্য রোগীর পরিবারের লোকেরা দীর্ঘ লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছেন অথচ জিবি হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মচারীরা নিজেদের পরিচিত মানুষদের জন্য গোপনে টিকিট সংগ্রহ করে নিচ্ছেন পিছনের দরজা দিয়ে। রোগীর পরিবার পরিজনদের অভিযোগ যে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা জিবি হাসপাতালে ঘটে যাচ্ছে।
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যেখানে ওরা টিকিট সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন, সেখানে অচিরেই জিবির কর্মচারীরা নিজেদের পরিচিতির মাধ্যমে সহজেই কাজ করিয়ে নিচ্ছেন। যার ফলে রোগীর পরিবার পরিজনদের আরো অনেকটা সময় অপেক্ষায় থাকতে হচ্ছে বলে অভিযোগ উঠছে।
এর ফলে সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। রাজ্যের সচেতন মহলের অভিমত খুব শীঘ্রই যদি জিবি হাসপাতালের এই ধরনের ঘটনায় কর্তৃপক্ষ নজর না দেয় তাহলে জনগণের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ অচিরেই ঘটবে।