স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জুন।। এয়ারপোর্ট থানার পুলিশ চুরি যাওয়া ২টি বাইক উদ্ধার করতে সক্ষম হয়। বাইকগুলো বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে চুরি করে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার চুরি যাওয়া বাইক মালিকের হাতে তুলে দেওয়া হয়।
কিন্তু কোনও চোরকে আটক করতে পারেনি এয়ারপোর্ট থানার পুলিশ। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত চুরি যাওয়া বাইক বাংলাদেশে পাচার করা হচ্ছে। এক্ষেত্রে বিএসএফ জওয়ানদের একাংশের মদত রয়েছে বলে অভিযোগ।
রাজধানী আগরতলা শহর থেকে চুরি হওয়া বাইক সোনামুড়া এবং নারায়ণপুর দিয়ে বাংলাদেশে পাচার করা হয়। এই ট্রাডিশন সমানে চলে আসছে। তবে অনেক ক্ষেত্রে পুলিশ সফল হলেও বেশীরভাগ ক্ষেত্রে পুলিশের ব্যর্থতাই প্রকাশ্যে আসে।