Agriculture : কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাতকরণের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৬ জুন।। আমাদের দেশ মূলত কৃষি প্রধান দেশ। কৃষির সাথে জড়িয়ে রয়েছে দেশের অর্থনীতি৷ ফলে কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া দেশের অর্থনীতির ভীত কখনও মজবুত হতে পারে না। সেজন্য কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত ফসল বাজারজাতকরণের উপর অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে কেন্দ্র ও বর্তমান রাজ্য সরকার।

কুমারঘাটের মানসী মিলনায়তনে আজ ঊনকোটি জেলার কৃষকদের মধ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত উন্নতমানের সব্জি বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী ভগবান চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।

বীজ প্রদান অনুষ্ঠানে জেলার ফার্মার্স ক্লাবের কৃষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, সম্প্রতিকালে দেখা গেছে সারা রাজ্যে কৃষকদের উন্নয়নে ফার্মার্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি ও কৃষকের উন্নয়নে যে বহুমুখী প্রকল্প নিয়েছে তাকে বাস্তবায়নে ফার্মার্স ক্লাবের বিশেষ ভূমিকা রয়েছে। এতে রাজ্যের প্রান্তিক চাষীদের মধ্যেও একটি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, এ রাজ্যে অনেক কৃষক নিজেদের প্রয়োজনেই শুধু ধান ও সব্জি উৎপাদন করতেন।

কারণ কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য দাম পেতেন না। এই অবস্থার পরিবর্তন ঘটাতে অনেক পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। এরমধ্যে একটি অন্যতম প্রকল্প হলো পিএম বিষাণ প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের লাখো লাখো কৃষক উপকৃত হয়েছেন। এছাড়া কৃষকদের থেকে সহায়কমূল্যে ধান ক্রয় করার ব্যবস্থা করা হচ্ছে।

ফলে ধান উৎপাদনে কৃষকদের আগ্রহ বেড়েছে। উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। সভাপতির ভাষণে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধির জন্য প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি দিয়ে সরকার থেকে সহায়তা করা হচ্ছে।

কৃষিতে প্রযুক্তির ব্যবহার করতে জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্র উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপঅধিকর্তা শ্রীনাথ বৈদ্য, অবসরপ্রাপ্ত কৃষি তত্ত্বাবধায়ক প্ৰতাপ চন্দ্ৰ দাস, অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায় ও সমাজসেবী পবিত্ৰ দেবনাথ৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ড. রতন দাস। অনুষ্ঠানে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস কয়েকজন মহিলা চাষীর হাতে বিভিন্ন জাতের উন্নতমানের সব্জি বীজ তুলে দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?