স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ৭ জুন।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।
তাঁর বলিষ্ঠ নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে আজ সদর গ্রামীন জেলা যুব মোর্চার উদ্যোগে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্রনগর স্কুল ময়দান থেকে এক সুবিশাল বাইক র্যালীতে অংশগ্রহণ করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। শতাধিক বাইক মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরেছে।
এই র্যালীর মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকারের আট বছর পূরন হওয়ার বিষয়টি জনগণকে অবহিত করা। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির নেতা, বিধায়ক এবং মন্ত্রিরা মোদী সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করা হচ্ছে।