অনলাইন ডেস্ক, ৪ জুন।। করোনার মন্দা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছিল ভারতীয় চা রপ্তানির বাজার। তার সঙ্গে প্রণোদনা দেয়, শ্রীলঙ্কার সংকটের জেরে সারা বিশ্বের চায়ের বাজারে তৈরি হওয়া শূন্যস্থান।
সব মিলিয়ে চা রপ্তানিতে নতুন আশা দেখছিল ভারত। কিন্তু মানের অজুহাতে একাধিক দেশ অর্ডার বাতিল করে দিল।
হিন্দুস্তান টাইমস জানায়, মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক দেওয়া হয়েছে এই অভিযোগে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে একাধিক চায়ের অর্ডার বাতিল করা হয়েছে। শুক্রবার ইন্ডিয়ান টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (আইটিইএ)-এর চেয়ারম্যান অংশুমান কানোরিয়া এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, অস্বাভাবিকভাবেই উচ্চহারে রাসায়নিক রয়েছে এমন চা কিনতে চায় না বেশিরভাগ ক্রেতা।
ভারতের চা মূলত ইরান ও কমনওয়েলথভুক্ত দেশগুলোতে যায়। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে দেশটি ১৯৫.৯০ মিলিয়ন কেজি চা রপ্তানি করেছিল।
বেশিরভাগ দেশই চা নেওয়ার আগে আন্তর্জাতিক রীতিতে খতিয়ে দেখে। আর সেটা ভারতীয় খাদ্য নিরাপত্তা এফএসএসএআই আইনের থেকেও কড়া। অনেকে এ আইনের শিথিলের পক্ষে থাকলেও একাধিক দেশে চা স্বাস্থ্যকর পানীয় হিসেবে পরিচিতি, তাই মান নিয়ে তারা কোনো ছাড় দিতে রাজি নন।