অনলাইন ডেস্ক, ৪ জুন।। বর্তমানে অকালে চুল পেকে যাওয়ার সমস্যায় ভুগছেন সকলে। বর্তমান জীবনযাত্রা, ধুলোমাটি এবং দূষণের প্রভাবে চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। চুলের রং ধূসর বা সাদা হয়ে যাওয়া এখন আকছার ঘটনা।
তবে কম বয়সে চুল পেকে যাওয়াতে অনেকেই অস্বস্তিতে ভোগেন। বাজার চলতি নামিদামি ব্র্যান্ডের কসমেটিকস ব্যবহার করে চুল রং করতে হয়। কিন্তু তাতেও চুলের স্বাস্থ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
চুল ঘরোয়া উপায়ে কালো রাখার জন্য কিছু দুর্দান্ত কার্যকরী টিপস রয়েছে। এইভাবে চুল ঘরোয়া উপায়ে রং করলে বাজার চলতি রাসায়নিক মিশ্রিত কসমেটিকসের প্রয়োজন পড়বে না।
সাধারণত চুলের পুষ্টির অভাব হলে চুল পাকতে শুরু করে। ভিটামিন, মিনারেলসের অভাব হলে এই সমস্যা দেখা যায়। এর জন্য আপনি ঘরোয়া কিছু উপাদানের উপর ভরসা রাখতে পারেন।
পাকা চুলের সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন মেথি। সারারাত মেথি জলে ভিজিয়ে রেখে সকালে পিষে নিয়ে সেই পেস্ট পুরো চুলে লাগিয়ে নিতে হবে। নারকেল তেল বা বাদাম তেলের সঙ্গে মিশিয়ে এটি ব্যবহার করতে পারেন। তার পর চুল ধুয়ে নিতে হবে।
এছাড়া ব্যবহার করতে পারেন চা পাতা। জলে চা পাতা ফুটিয়ে ঠাণ্ডা হতে দিতে হবে। তারপর এই জল চুলের গোড়ায় লাগাতে হবে। এক ঘন্টা পর স্বাভাবিক জল দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। মাসে 5 বার এটা করলে পার্থক্যটা সহজেই ধরা পড়বে।