অনলাইন ডেস্ক, ৩ জুন।। যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমার পরে এবার আইওয়া ও উইসকনসিনের বন্দুকধারীর উৎপাত। দুটি পৃথক ঘটনার মাঝে আইওয়ার ঘটনায় নিহত হয়েছেন হামলাকারীসহ তিন জন।
বৃহস্পতিবার রাতে আইওয়ার আমেসে একটি গির্জার সামনে বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হন। কর্নারস্টোন চার্চের বাইরে ওই হামলার ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক হামলাকারীরও মৃত্যু হয়।
অন্য দিকে উইসকনসিনের গ্রেসল্যান্ডে একটি গোরস্থানে শেষকৃত্য অনুষ্ঠানে এক ব্যক্তির এলোপাথাড়ি গুলিতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
এর আগে ওকলাহোমায় বন্দুকধারীর হামলায় মঙ্গলবার চার জন নিহত হন। পুলিশের গুলিতে হামলাকারীরও মৃত্যু হয়। গত সপ্তাহে টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ জন শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহতের ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় হয়। এর আগে মে মাসের শুরুতে নিউ ইয়র্কের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুক হামলার শিকার হয়েছিলেন ১০ জন।