বিপ্লব দেব’র কথাবার্তা ভালো, কাজের কাজ কিছুই করেননি, বললেন মানিক সরকার

স্টাফ রিপোর্টার, আমবাসা, ৩ জুন।। অন্যান্য জেলার সাথে ঊনকোটি জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন বাম বিধায়করা। বিরোধী দলনেতা মানিক সরকার ডেপুটেশন শেষে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সেখানেই তিনি রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করেন।

শুক্রবার আমবাসায় এক মতবিনিময় সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন বাম পরিষদীয় দলের বিধায়কদের একটি দল আমবাসা স্থিত সিপিআইএম ধলাই জেলা কার্যালয়ে আসেন। এই প্রতিনিধিদলে মানিক সরকার ছাড়াও ছিলেন বিধায়ক রতন ভৌমিক এবং বিধায়ক শহীদ চৌধুরী। আমবাসা মহকুমার অন্তর্গত দুটি ব্লক এবং একটি পৌর এলাকার মানুষজনদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা শোনেন এই প্রতিনিধি দল।

জানা যায় পরবর্তী সময়ে জেলার জেলাশাসক এর নিকট এই দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন প্রদান করা হবে। যদিও গোটা রাজ্যব্যাপী বাম পরিষদীয় বিধায়কদের একটি দল ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন এবং সেইসাথে প্রত্যেকটি জেলার জেলাশাসক এর নিকট ডেপুটেশন প্রদান করছেন।

এদিনের এই মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে মিলিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার তিনি বলেন এই সময়ের মধ্যে পরিষদীয় দলের বিধায়কদের একটি দল বিভিন্ন জেলা পরিক্রমা করে মতবিনিময় সভা করছেন এবং তাতে সাধারণ মানুষ তাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা তুলে ধরেছেন। তিনি বলেন এই সময়ের মধ্যে কাজ নেই, খাদ্য নেই, অনাহার-অর্ধাহারে মানুষ দিন কাটাচ্ছে। রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে।

বিদ্যুৎ যন্ত্রণায় মানুষ নাজেহাল হয়ে রয়েছে যার কারণে পানীয় জল সরবরাহ সঠিকভাবে হচ্ছে না। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে এই পরিষদীয় দল রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সাথে একবার দেখা করেছিলেন কিন্তু তাতে কোন লাভ হয়নি। মানুষের সমস্যা নিয়ে সেখানে যাওয়া হলেও তার কোনও সঠিক সমাধান হয়নি।

এই সময়ের মধ্যে মানুষের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শোনার জন্য পরিষদীয় বিধায়কদের দল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষের সাথে কথা বলছেন। পরবর্তী সময়ে এই জেলাতেও জেলাশাসকের নিকট ডেপুটেশনে মিলিত হবেন।

সেই সাথে মানুষের সমস্যাগুলো তুলে ধরবেন। এদিনের এই মতবিনিময় সভায় আমবাসা মহকুমার অন্তর্গত দুটি ব্লক এবং একটি পৌর পরিষদের মানুষজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন বিধায়ক ললিত কুমার দেববর্মা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?