অনলাইন ডেস্ক, ৩ জুন।। যুক্তরাষ্ট্রের সরকার বৃহস্পতিবার জানিয়েছে, আগে জারি হওয়া নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার পদক্ষেপগুলো বন্ধ করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রাশিয়ার অভিজাতদের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।
নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়, তারা বেনামে বিশ্বজুড়ে বিলাসবহুল সম্পদ ব্যবহার করার জন্যে অর্থ লুকিয়ে রেখে স্থানান্তর করার চেষ্টা করে থাকে।
ভয়েস অব আমেরিকা জানায়, এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে প্রমোদ তরী, ব্রোকারেজ ফার্ম, উড়োজাহাজ, রুশ কর্মকর্তা এবং পুতিনের ঘনিষ্ঠ জনেরা ।
হোয়াইট হাউজ বলেছে, এ নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে ‘ফাঁকি দমন করতে এবং আমাদের নিষেধাজ্ঞাগুলোকে আরও কঠোর করতে এবং পুতিন ও তার সমর্থকদের ওপর চাপ বাড়াতে।’
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন ও যারা রুশ আগ্রাসনকে সমর্থন করে তাদের কাছ থেকে যেমন জবাবদিহি চাওয়া হচ্ছে, তেমনই যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।’