অনলাইন ডেস্ক, ১ জুন।। ভারত – ইতালি সামরিক সহযোগিতা গোষ্ঠীর (এমসিজি) একাদশ বৈঠক গত ৩১শে মে থেকে পয়লা জুন পর্যন্ত ইতালির রোমে অনুষ্ঠিত হয়।
দু’দেশের সেনাবাহিনীর সদর দপ্তর এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের মধ্যে রণকৌশল ও অভিযান পরিচালনা সম্পর্কিত বিষয়ে নিয়মিত আলাপ-আলোচনার মাধ্যমে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে এই গোষ্ঠী গঠিত হয়।
ভারতের পক্ষ থেকে এই গোষ্ঠীর বৈঠকে প্রতিনিধিত্ব করেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট চিফ অফ ইন্টিগ্রেটেড স্টাফ – এর ব্রিগেডিয়ার বিবেক নারাং এবং সেদেশের ডিফেন্স জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আলেসান্দ্র গ্রাসানো। এক বন্ধুত্বপূর্ণ, উষ্ণ ও আন্তরিক পরিবেশ সামরিক সহযোগিতা গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়।
বর্তমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা অনুযায়ী নতুন পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনার পাশাপাশি, চালু প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করা নিয়েও বৈঠকে দু’পক্ষই সম্মত হয়েছে।