স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ জুন।। আজ ধৰ্মনগরের সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য সহ সিপিএম, তৃণমূল কংগ্রেস ও বিজেপি ছেড়ে ৮৪ জন নেতৃত্ব জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন।
যোগদানের পর প্রাক্তন বিধায়ক সুদীপ বর্মণ সাংবাদিক সম্মেলনে বলেন বিজেপি তাসের ঘরের মত ভেঙে পড়বে। বহু বিজেপি নেতা কর্মী কংগ্রেসে যোগ দিতে চলেছেন। একমাত্র কংগ্রেস দলই দেশের উন্নয়ন করেছে। উপনির্বাচনের আগে অনেক নেতা কংগ্রেসে যোগ দিচ্ছেন। বিজেপি বিধায়ক বিশ্ববন্ধু সেনের ভাইও এদিন কংগ্রেসে যোগ দিলেন।
প্রসঙ্গত, আগামী ২৩ জুন রাজ্যে চারটি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনের জন্য আনুষ্ঠানিভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের যে চারটি বিধানসভার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল ৬ আগরতলা, ৮-টাউন বড়দোয়ালি, ৪৬-সুরমা (এসসি) ও ৫৭-যুবরাজনগর।
রাজ্য নির্বাচন দপ্তর থেকে জানানো হয়েছে, উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ৬ জুন, ২০২২ (সোমবার)। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৭ জুন, ২০২২ (মঙ্গলবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হল আগামী ৯ জুন, ২০২২ (বৃহস্পতিবার)।
আগামী ২৩ জুন, ২০২২ চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন প্রক্রিয়া শেষ হবে আগামী ২৮ জুন, ২০২২ (মঙ্গলবার) এর আগে।