অনলাইন ডেস্ক, ১ জুন।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ছত্তিশগড়ের দক্ষিণাঞ্চলীয় তিন জেলা বিজাপুর, দান্তেওয়াড়া ও সুকমা থেকে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীতে (সিআরপিএফ) কনস্টেবল পদে ৪০০ জন স্থানীয় আদিবাসী যুবার নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ছাড় দিয়ে দশম শ্রেণীর পরিবর্তে অষ্টম শ্রেণী পর্যন্ত করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
স্থানীয় সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপন প্রকাশের পাশাপাশি, ঐ জেলার প্রত্যন্ত এলাকায় এই নিয়োগ সম্পর্কে ব্যাপক প্রচারের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সঙ্গে, সিআরপিএফ কনস্টেবল পদে নবনিযুক্তদের প্রশিক্ষণের প্রাথমিক পর্বে প্রথামাফিক শিক্ষার ব্যবস্থা করবে।
ছত্তিশগড়ের এই তিনটি জেলার প্রত্যন্ত এলাকার ৪০০ জন আদিবাসী যুবার কর্মসংস্থানের সুযোগ হবে। এছাড়াও, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নিয়োগের ক্ষেত্রে দৈহিক মাপকাঠিতে প্রয়োজনীয় ছাড় দেওয়া হবে। সিআরপিএফ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির মধ্যে একটি। এই বাহিনী আইন-শৃঙ্খলা বজায় রাখা, হিংসাত্মক ঘটনা দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে যুক্ত।
সম্প্রতি সিআরপিএফ – এর পক্ষ থেকে ছত্তিশগড়ে পিছিয়ে পড়া এলাকাগুলির ৪০০ জন স্থানীয় আদিবাসী যুবাকে কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের সুপারিশ দেওয়া হয়। কনস্টেবল পদে স্থানীয় আদিবাসী যুবাদের নিয়োগ করার পর সিআরপিএফ তাঁদের দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার সুযোগ করে দেবে। এরপর, দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাঁদের স্থায়ীভাবে ঐ পদে নিয়োগ করা হবে।
পঠন-পাঠনের জন্য এই যুবাদের প্রবেশন পিরিয়ডে প্রয়োজনীয় শিক্ষার উপকরণ, বইপত্র ও কোচিং দেওয়া হবে। প্রয়োজনে প্রবেশন পিরিয়ডের মেয়াদ বাড়ানোও হতে পারে, যাতে তাঁরা দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ পান। দশম শ্রেণীর পরীক্ষা দেওয়ার জন্য এই যুবাদের কেন্দ্র/রাজ্য সরকার স্বীকৃত উন্মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নাম নথিভুক্ত করা হবে।
উল্লেখ করা যেতে পারে, ২০১৬-১৭’তে ছত্তিশগড়ের ৪টি জেলা বিজাপুর, দান্তেওয়াড়া, নারায়ণপুর এবং সুকমা থেকে তপশিলি আদিবাসী যুবাদের নিয়োগ করে সিআরপিএফ বস্তারীয় ব্যাটেলিয়ন গড়ে তোলে। কিন্তু, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা যথেষ্ট না থাকায় এই ৪টি জেলার প্রত্যন্ত অঞ্চলের স্থানীয় যুবাদের নিয়ে এই বাহিনী গঠনের পরিকল্পনায় প্রত্যাশিত ফল মেলেনি।