অনলাইন ডেস্ক, ১ জুন।। খুব তাড়াতাড়িতে কিছু খেতে চাইলে ম্যাগির জুড়ি মেলা ভার। অনেকেই এই ইন্সট্যান্ট নুডলস খুব পছন্দ করেন। কিন্তু এই ম্যাগি যদি বিবাহবিছেদের কারন হয়। শুনতে অদ্ভুত লাগছে তাইনা।কিন্তু এটাই সত্যি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই কথা জানিয়েছেন বিচারপতি এম এল রঘুনাথ নিজেই।মাইসর জেলা আদালতের বিচারপতি এম এল রঘুনাথ। তিনি জানিয়েছেন কর্ণাটকের বল্লারি এলাকার এক দম্পতির বিবাহবিচ্ছেদের মামলায় এই বিষয়টি উঠে আসে। স্বামীর অভিযোগ স্ত্রী ম্যাগি ছাড়া আর কিছু বানাতে পারেননা। তিনবেলা ধরে ম্যাগি খাইয়ে রাখেন। বাজারে গেলেও কিনে আনেন শুধুই ম্যাগি।
দিনের পর দিন এইভাবে ম্যাগি খেতে খেতে ক্লান্ত স্বামী শেষ পর্যন্ত বিচ্ছেদের মামলা দায়ের করেন। ডিভোর্সের এই মামলা বেশ কিছুদিন চলে আদালতে। শেষপর্যন্ত পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ডিভোর্স হয়ে যায়। বিচারপতি রঘুনাথ জানান, ভারতে ডিভোর্সের হার ভীষণভাবে বাড়ছে। মাইসুরুতে পাঁচটি ফ্যামিলি কোর্ট আছে। প্রত্যেকটিকে গড়ে ৫০০ করে বিয়ে সংক্রান্ত সমস্যা নিয়ে মামলা চলছে। মোট মামলার অন্তত ৮০০টি বিবাহবিচ্ছেদের।