অনলাইন ডেস্ক, ১ জুন।। এবার অর্থ তছরূপের মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি এবং তাঁর পুত্র রাহুল গান্ধিকে তলব করল ইডি। ইডি’র তরফে জানানো হয়েছে, সোনিয়া এবং রাহুলকে আগামী ৮ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
এদিন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এবং রণদীপ সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন। পাশাপাশি তাদের তরফে জানানো হয়েছে, অবশ্যই তাঁরা তদন্তে সহযোগিতা করবেন। আপাতত বিদেশে রয়েছেন রাহুল। ফিরে এলে তিনি তদন্তকারীদের মুখোমুখি হবেন। প্রয়োজনে ইডির কাছে আরও সময় চাওয়া হতে পারে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় তাদের ডেকে পাঠিয়েছে ইডি। ন্যাশনাল হেরাল্ড’-এর ৫ হাজার কোটি টাকার সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে আইন ভেঙেছেন সোনিয়া ও রাহুল গান্ধি। এমন অভিযোগ উঠলেও তা প্রমাণ হয়নি কখনও। এই মামলাটি ২০১৫ সালে বন্ধ করে দিয়েছিল তদন্তকারী সংস্থা। ইডির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিভেন্টিং মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তাদের আর্থিক হিসাব চাওয়া হয়েছে।
এর আগে ইয়ং ইন্ডিয়ান পার্টির মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার একটি আর্থিক অনিয়মের তদন্তের জন্য সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়েছে।