অনুষ্ঠান শেষে অসুস্থ অবস্থায় হোটেলে ফিরে পড়ে গিয়েছিলেন গায়ক

অনলাইন ডেস্ক, ১ জুন।।বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুনাথ কলকাতার এক কনসার্টে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন।

গায়কের মৃত্যুকাণ্ডে তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ।

বুধবার সকালে কেকে-র মৃত্যু নিয়ে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।

কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে তার যে সঙ্গীরা এসেছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।

কেকে কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে পাঁচতারা হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

হোটেলের আরও অনেক কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার সকালে শিল্পীর ময়নাতদন্তও হবে এসএসকেএম হাসপাতালে।

বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন ৫৪ বছর বয়সী এই গায়ক। সূত্রের খবর, রুদ্ধদ্বারে শো চলছিল। তার ওপর বন্ধ ছিল এসি। ওভারক্রাউড থাকার কারণে অস্বস্তি আরও বাড়তে শুরু করে।তবে অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ খতিয়ে দেখা হচ্ছে।

থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে কেকে-র মাথায় চোটের কথাও বলা হয়েছে।

যদিও একটি সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় হোটেলে ফিরে পড়ে গিয়েছিলেন তিনি। ফলে পড়ে গিয়েও আঘাত পেয়ে থাকতে পারেন।

মঙ্গলবার রাতেই গায়ককে নিয়ে যাওয়া হয় একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে চিকিৎসকেদের অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পীর। তবে এখন মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় কেকে-র পরিবার এবং অনুরাগীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?