প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল জামা মসজিদের মূল গম্বুজ

অনলাইন ডেস্ক, ৩১ মে।। প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। ভেঙে পড়ল জামা মসজিদের মূল গম্বুজ। এছাড়া মসজিদের অন্যান্য অংশ ভেঙে পড়ে। জামা মসজিদের ইমাম সৈয়দ আহমদ বুখারি জানিয়েছেন, মসজিদের একটি মিনা ও অন্যান্য অংশ নিচে পড়ে গেছে। পাথরের আঘাতে দুই জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় দিল্লিতে প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে ঐতিহাসিক জামে মসজিদের মূল অংশ ভেঙে পড়েছে। এছাড়া মসজিদের অন্যান্য অংশ ক্ষতির মুখে পড়েছে। সৈয়দ আহমদ বুখারি, মূল গম্বুজের কলসটি পড়ে গেছে। আরও ক্ষয়ক্ষতি এড়াতে যত শীঘ্র সম্ভব জরুরি মেরামত প্রয়োজন। মসজিদের কিছু পাথরও শিথিল হয়ে পড়ে গেছে।

জামে মসজিদের ইমাম সৈয়দ আহমদ বুখারি জানিয়েছেন, আমি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগে মসজিদ দ্রুত মেরামতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠি লিখবেন বলে জানিয়েছেন।

দিল্লি ওয়াকফ বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতি পরিদর্শন ও মূল্যায়নের জন্য একটি দলকে জামা মসজিদে পাঠানো হয়েছে। ভেঙে পড়া মূল গম্বুজটির ওজন ছিল ৩০০ কেজি। তবে মসজিদের কলসটি সারানো বেশ কঠিন। ক্ষয়ক্ষতির পরিপূর্ণ মূল্যায়নের পরেই আমরা সিদ্ধান্ত নেব।”
উল্লেখ্য, গত গত জুন মাসেও দক্ষিণ মিনার থেকে কিছু পাথরের টুকরো খসে পড়ে। সেখানে ইতিমধ্যে দিল্লি ওয়াকফ বোর্ডের তরফে মেরামতির কাজ চলছে।
দিল্লি ওয়াকফ বোর্ডের তরফে জানানো হয়েছে, মসজিদ সম্পূর্ণ মেরামত করতে তিন বছর সময় লাগতে পারে। আনুমানিক খরচ পড়তে পারে ৫০ কোটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?