স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৩১ মে।। বহিঃরাজ্যের কোম্পানির ঠিকাদারদের খামখেয়ালিপনায় রতনপুর এডিসি ভিলেজ এলাকায় জনদুর্ভোগ চরমে। প্রসঙ্গত জোলাইবাড়ি থেকে বিলোনিয়া পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের বরাত পায় বহি রাজ্যের একটি কোম্পানি।
দীর্ঘ এক থেকে দেড় বছর আগে এই রাস্তাটির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত মানুষের সমস্যা সমাধান করতে পারেননি ওই কোম্পানির কর্মকর্তারা। এর মাঝে আবার প্রচন্ড পরিমানে বৃষ্টি এজন্যই মঙ্গলবার সকাল থেকে ওই রাস্তায় চলাচলকারি যানবাহনগুলো আটকা পড়ে যায়। দুদিক থেকে হাসা রাস্তার দু’ধারে প্রচুর সংখ্যক যানবাহন দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিছু কিছু গাড়ি ওই কাঁচা রাস্তা দিয়ে আসতেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন।
প্রচুর পরিমাণে কাদার জন্য যানবাহন চলাচল তো দূরের কথা পথচলতি মানুষ হাঁটাচলা করতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এদিকে দুই থেকে তিন ঘণ্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও স্থানীয় প্রশাসনের কর্মী ও পূর্ত দপ্তর কর্মীদের দেখা পাওয়া যায়নি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অধীন রতনপুর এডিসি ভিলেজ এলাকাবাসীরা।