পূর্ব ধৃজনগর গ্রাম পঞ্চায়েতকে আদর্শ গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়েছে : কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩১ মে।। গোমতী জেলার টেপানিয়া ব্লকের পূর্ব ধূজনগর গ্রাম পঞ্চায়েতটিকে মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পঞ্চায়েতের পরিকাঠামো উন্নয়ন সহ মানুষের আর্থসামাজিক মানোন্নয়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ পূর্ব ধৃজনগর গ্রাম পঞ্চায়েতে নির্মিত পিচ রাস্তার উদ্বোধন করে একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়।

উল্লেখ্য, টেপানিয়া ব্লকের পূর্ব খুজনগর গ্রাম পঞ্চায়েতে নির্মিত এই পিচ রাস্তাটির দৈর্ঘ্য ৫০০ মিটার। রাস্তাটি পঞ্চায়েতের স্কুলটিলা থেকে পূর্বটিলা পর্যন্ত বিস্তৃত। এই পিচ রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫ লক্ষ ১৫ হাজার ৪১৬ টাকা। অনুষ্ঠানের পর কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পের আওতায় এক সুবিধাভোগীর নির্মিত আবাসের আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করেন।

গ্রাম পঞ্চায়েতের স্কুলটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকেও আধুনিক সুযোগ সুবিধাযুক্ত করে গড়ে তোলা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ২ লক্ষ ১১ হাজার ২৫৪ টাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস। স্বাগত বক্তব্য রাখেন টেপানিয়া ব্লকের বিডিও পারমিতা মজুমদার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?