স্টাফ রিপোর্টার, কমলপুর, ৩১ মে।। হাজার হাজার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মঙ্গলবার মিছিল করে সুরমা কেন্দ্রের বাম প্রার্থী অঞ্জন দাস মনোনয়নপত্র জমা দেন। দীর্ঘদিন পর কমলপুরে বামফ্রন্ট নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই বলছেন চার বছর পর প্রথমবার কমলপুরে সিপিআইএম’র সুসজ্জিত মিছিল হয়েছে।আগামী ২৩ জুন রাজ্যে চারটি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনের জন্য আনুষ্ঠানিভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রাজ্যের যে চারটি বিধানসভার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল ৬ আগরতলা, ৮-টাউন বড়দোয়ালি, ৪৬-সুরমা (এসসি) ও ৫৭-যুবরাজনগর। রাজ্য নির্বাচন দপ্তর থেকে জানানো হয়েছে, উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ৬ জুন, ২০২২ (সোমবার)।
মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৭ জুন, ২০২২ (মঙ্গলবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হল আগামী ৯ জুন, ২০২২ (বৃহস্পতিবার)। আগামী ২৩ জুন, ২০২২ চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন প্রক্রিয়া শেষ হবে আগামী ২৮ জুন, ২০২২ (মঙ্গলবার) এর আগে।