পবনপুত্র হনুমানের জন্মস্থান নিয়ে বিতর্ক তুঙ্গে

অনলাইন ডেস্ক, ৩১ মে।। একদিকে যখন হনুমান চালিশা পাঠ নিয়ে বিতর্ক তুঙ্গে তখন এবার পবনপুত্র হনুমানের জন্মস্থান নিয়ে বিতর্ক তুঙ্গে উঠল। মহারাষ্ট্রের নাসিকের ত্রিম্বকেশ্বরের অঞ্জনেরিতে হনুমানের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন কর্নাটকের এক মহন্ত। এই মহন্ত গোবিন্দানন্দ সরস্বতী মহারাজের দাবি অনুযায়ী, হনুমানজির জন্ম কিশকিন্দায় হয়েছে, অঞ্জনেরিতে নয়।

উল্লেখ্য, কিশকিন্ধা পর্বত কর্ণাটকে অবস্থিত। কিশকিন্দের মহন্ত গোবিন্দানন্দ মহারাজ বাল্মীকি রামায়ণ সহ বেশ কয়েকটি বেদ পুরাণের কথা উল্লেখ করে দাবি করেছেন যে হনুমানজি কিশকিন্ধ পর্বতে জন্মগ্রহণ করেছিলেন। গোভিদানন্দ মহারাজ বলেন, আমাদের এমন একটা জাগরণ করা উচিত। সমস্ত হিন্দুদের একত্রিত হওয়া উচিত এবং ভারতে হনুমানজি সম্পর্কে একটি বাক্য বলা উচিত। কেউ কেউ হনুমান জন্মস্থান বিতর্কের সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমরা হনুমান মন্দিরের কথা বলছি না, আমরা হনুমান জন্মস্থানের কথা বলছি। স্বরূপানন্দজি মহারাজ এবং ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনার পর নিশ্চিত হওয়া যায় যে, কিশকিন্ধার পম্পাক এলাকাটি হনুমানজির জন্মস্থান।

উল্লেখ্য, মহন্ত গোবিন্দানন্দ মহারাজ নাসিকের ত্রিম্বকেশ্বরে এসে নিজের বক্তব্য প্রমাণ করতেই তিনি ত্র্যম্বকেশ্বরের স্বামী ও সন্তদের শাস্ত্ররত করার চ্যালেঞ্জ জানিয়েছেন। জানিয়ে দিই, কাল অর্থাৎ ৩১ মে নসিক ধর্ম সংসদ-এ শাস্ত্রমণ্ডিত হওয়ার কথা। অঞ্জনেরিতে হনুমানজির জন্মের প্রমাণ দেবেন ত্র্যম্বকেশ্বরের মহন্ত অনিকেত শাস্ত্রী মহারাজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?