স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৩১ মে।। ছাত্র পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে টাকা হাতিয়ে নিলো শিক্ষক নামধারি এক প্রতারক। ঘটনা বিলোনীয়া শহরের রামঠাকুর স্মৃতি মন্দির যাওয়ার রাস্তার পাশে প্রাক্তন শিক্ষক নেপাল দত্তের বাড়িতে।
ঘটনার বিবরনে জানা যায়, সকালে নেপাল দত্ত নিজ বাড়িতে ঠাকুরের জন্য ফুল তুলছিলেন।ঠিক সেই সময় এক অপরিচিত যুবক বাড়িতে ঢুকে নেপাল দত্ত কে বলে তার বাড়ি শান্তির বাজার মহকুমার বগাফা আশ্রমটিলা এলাকায় ছিল। সেই সময় শিক্ষক হিসেবে নেপাল দত্ত কে সেখানে সে পেয়েছিল এবং উনার কাছে পড়াশোনা করেছে বলে দাবি করে। প্রাক্তন এই শিক্ষক তাকে চিনতে পারেনি বলেও বারান্দায় গিয়ে বসতে বলে। সেই প্রতারক নিজেকে সুমন মজুমদার বলে পরিচয় দেয়। সে বর্তমানে বিলোনীয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেনি বিদ্যালয়ে কেমিষ্ট্রি বিষয়ের বিষয় শিক্ষক হিসেবে কর্মরত আছে। সে উদয়পুরে একটা বাড়িও করেছে বলে জানায়।
শিক্ষকের বাড়িতে খালি হাতে আসার জন্য আক্ষেপও করে সে। একটু পরে সে আবার এসে স্যারের জন্য দই মিষ্টি নিয়ে আসবে বলেও জানায়।নেপাল দত্তের স্ত্রী প্রতিভা দত্ত ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলে সেই প্রতারক ওনাকে পায়ে ধরে প্রণাম করতে যায়। প্রতারক বলে একটা কথা বলতে আমার খুবই খারাপ লাগছে ,আসলে উদয়পুর মাতাবাড়িতে আমার একটা মানত ছিল। সেই জন্য এখান থেকে দুইটা পাঁঠা কিনেছি।কিন্তু আমি ভূলে টাকার ব্যাগটা বাড়িতে ফেলে এসেছি। আমাকে এখন ছয় হাজার টাকা দিয়ে সাহায্য করুন। আমি আবার এসে আপনাদের টাকা ফেরত দিয়ে যাবো,সেই সঙ্গে আপনাদের কেও আমাদের উদয়পুর বাড়িতে নিয়ে যাবো। সেই সময় নেপাল দত্ত পূজা দিতে ঠাকুর ঘরে চলে যান। উনার স্ত্রী প্রতিভা দত্ত মায়ের পূজোয় মানত দেওয়ার কথা শুনে এই প্রতারককে বিশ্বাস করে ছয় হাজার টাকা দিয়ে দেন। প্রতারককের কাছে তার ফোন নাম্বার চাইলে সে বলে তার মোবাইল খারাপ আছে। তৎক্ষনাৎ সে রিকশা নিয়ে বেরিয়ে যায়।পরবর্তী সময় সন্দেহ হওয়ায় খবর নিতে গিয়ে দেখে এই নামে বিদ্যাপীঠ স্কুলে কোন শিক্ষক নেই। সঙ্গে সঙ্গে নেপাল দত্ত বাইক নিয়ে চারিদিকে খোঁজা খুঁজি শুরু করে ,রেল স্টেশনে গিয়ে ও সেই প্রতারককের আর নাগাল পাওয়া যায়নি। বিলোনীয়া শহরে প্রতারক বৃদ্ধি পাওয়ায় জনমনে আতংক দেখা দিয়েছে।