অনলাইন ডেস্ক, ৩০ মে।। ২২ আরোহী নিয়ে নেপালের পার্বত্যাঞ্চলে ভেঙে পড়া উড়োজাহাজের খোঁজ মিলল সোমবার সকালে। ধ্বংসাবশেষের মাঝেই মিলেছে ১৪টি মরদেহ। এ ছাড়া খোঁজ করা হচ্ছে অন্যদের।
উদ্ধার অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ পাওয়া যায় টুইন-ইঞ্জিন বিমানটির। এর আগে তুষারপাতের কারণে রবিবার মাঝপথেই বন্ধ হয়ে যায় অভিযান।
নেপালের সেনাসূত্র সংবাদমাধ্যমকে জানায়, বিমানটির ধ্বংসাবশেষ মিলেছে মুস্তাঙ্গ এলাকায়। রবিবার এমনটাই অনুমান করা হয়েছিল। কিন্তু এদিন আচমকা আবহাওয়ার অবনতি ও তুষারপাত শুরু হওয়ায় তল্লাশির জন্য পাঠানো হেলিকপ্টার ফিরিয়ে নিতে বাধ্য হয় নেপাল প্রশাসন।
সোমবার সকাল হতেই আবার উদ্ধার কাজে নামে নেপাল সেনা। তারা জানিয়েছে, বিমানের ধ্বংসাবশেষটি মুস্তাঙ্গের থাসাং টু-এর সানসোয়ারে দেখা গিয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরুও হয়েছে সেখানে।
রবিবার সকাল ১০টা নাগাদ পোখরা থেকে জমসম যাওয়ার পথে বেসরকারি তারা এয়ারের উড়োজাহাজটি ৩ ক্রু-সহ মোট ২২ আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যায়। আরোহীদের মধ্যে ৪ ভারতীয় ও ৩ জাপানি ছাড়া বাকিরা নেপালি।
নিখোঁজ হওয়ার আগে শেষবার বিমানটিকে দেখা যায় জমসমের আকাশেই। তবে সেখানে অবতরণ করার আগেই ধবলগিরি পাহাড়ের দিকে ঘুরে যায়। তারপর আর বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি।