অনলাইন ডেস্ক, ৩০ মে।। গুলি করে খুন করা হয়েছে পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moose Wala)। রবিবার পঞ্জাবের মানসা জেলায় এই ঘটনাটি ঘটে। গায়কের সঙ্গে আরও দুজন গুলিবিদ্ধ হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
তবে সিধুর বিরুদ্ধেও হিংসাত্মক কাজে উত্সাহ দেওয়ার অভিযোগ আছে। নিজের গান ‘সঞ্জু’তে তিনি হিংসার হয়ে প্রচার করেছেন বলে অভিযোগ উঠেছিল। একবার নয়, দু’বার তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। এখান থেকেই পাঞ্জাব পুলিশের প্রশ্ন, খুনের পিছনে কোনও রাজনৈতিক প্রতিহিংসা আছে কিনা।
সিধু মুসে ওয়ালার জন্য আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা ছিল। কিন্তু রাজ্যে আম আদমি সরকার সম্প্রতি সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেয়। এর পরেই রবিবার খুন হন সি়ধু। তদন্তে উঠে আসছে, প্রায় ৩০ রাউন্ডের কাছাকাছি গুলি চলেছিল। ঘটনাস্থলে মৃত্যু হয় গায়কের।
গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন তিনি। আপ প্রার্থীর কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়ে ছিলেন সিধু। পরাজয়ের পর আম আদমি পার্টির ভোটদাতাদের তিনি ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করেছিলেন নিজের গানে।
অনেকের মতে সিধুর হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণেই এই পরিণতি। তবে সিধুর মৃত্যুর পর পাঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি সরগরম। কারণ, আম আদমি পার্টি এই রাজ্যে প্রথম সরকার গড়ার পর এটাই প্রথম রাজনৈতিক খুনের ঘটনা।
কংগ্রেসের তরফে আপ সরকারের প্রবল সমালোচনা করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নি বর্তমান আপ সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন।