অনলাইন ডেস্ক, ২৯ মে।। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে ‘সরাসরি ও আন্তরিক’ আলোচনার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
চ্যান্সেলরের কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, শলৎস ও ম্যাক্রোঁ জুটি পুতিনের সঙ্গে ফোনে ৮০ মিনিট কথা বলেছেন। তারা ‘অবিলম্বে যুদ্ধবিরতি ও রাশিয়ান সেনা প্রত্যাহারের’ ওপর জোর দেন। ক্রেমলিনও জানিয়েছে, পুতিন বলেছেন মস্কো কিয়েভের সঙ্গে পুনরায় সংলাপ শুরু করতে উন্মুক্ত।
কিন্তু ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্টের সরাসরি আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করেনি। জেলেনস্কি আগেই বলেছিলেন, তিনি আলোচনার জন্য ‘আগ্রহী’ নন, তবে সংঘাতের অবসান ঘটাতে হবে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে দুই দেশের প্রতিনিধিদল সরাসরি ও দূরবর্তীভাবে একাধিক দফা আলোচনা করেছে।
কিন্তু সেই প্রচেষ্টা ফলপ্রসূ না হওয়ায় এক সময় থেমে যায়। ওই কথোপকথনে শলৎস ও ম্যাক্রোঁ মারিওপোলের আজভস্টাল স্টিলওয়ার্কসে যুদ্ধবন্দি হিসেবে নেওয়া আড়াই হাজার ইউক্রেনীয় যোদ্ধাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া শস্য রপ্তানির জন্য ইউক্রেনীয় বন্দর ওডেসা থেকে রাশিয়ার অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। ক্রেমলিন বলেছে, বৈশ্বিক খাদ্য সংকটের ঝুঁকি মোকাবিলায় বিকল্প ভেবে দেখার প্রস্তাব দিয়েছেন পুতিন।
পশ্চিমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। এ ছাড়া ইউক্রেনে অস্ত্র সরবরাহ বৃদ্ধি নিয়ে ফ্রান্স ও জার্মানিকে সতর্ক করে রাশিয়া বলেছে, এটি অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলতে পারে।