স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৯ মে।। দীর্ঘদিনের দাবি ছিল একটি রাস্তা। বাম আমল থেকেই নেতা বিধায়ক থেকে শুরু করে সকলের দ্বারে ঘুরেও মেলেনি রাস্তা। দীর্ঘ বাম সরকারের পরিবর্তনের পরে রাজ্যে যখন নতুন সরকার গঠিত হয় তখন এই এলাকার লোকদের লোকজনদের মনে আশা জাগে হয়তো এবার তাদের দুঃখ-দুর্দশার পরিত্রাণ হবে। কিন্তু চার বছর অতিক্রান্ত হয়ে গেলেও তাদের দুর্দশা একই তিমিরেই রয়ে গেল। কথা বলছিলাম আমবাসা মহকুমাধীন পশ্চিম লালছড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড।
আজ যখন সংবাদটি সংগ্রহ করতে যাই একরাশ ক্ষোভ উগরে দিলেন এই এলাকার ২৫ টি পরিবারের লোকজন। বৃদ্ধ থেকে শুরু করে যুবক সবাই একই সুরে তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন। বর্তমানে তাদের যাতায়াতের জন্য রয়েছে জমিতে জল যাওয়ার ড্রেন। এই ড্রেনের উপর দিয়ে ২৫ টি পরিবারের বৃদ্ধ থেকে শুরু করে ছোট ছোট কচিকাঁচা বাচ্চারাও যাতায়াত করছেন ঝুঁকি নিয়ে।
এলাকাবাসীরা জানান বর্তমান সরকার যখন রাজ্যে প্রতিষ্ঠিত হয় তখন এলাকার বিধায়ক পরিমল দেব্বর্মার কাছে এ রাস্তা সমস্যা সমাধানের জন্য বহুবার আর্জি জানিয়েছেন। এমনকি বিধায়ক বেশ কয়েকবার এই এলাকাটি পরিদর্শন করেন। কথা দিয়েছিলেন তাঁদের রাস্তাটি তৈরি করে দেবেন। কিন্তু বিধায়কের কথা কথাতেই রয়ে গেল। বাস্তব টা হল এখনো এলাকাবাসীদের দুর্দশা চলছে।
এলাকাবাসীরা আরো জানান স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগীদের নিয়ে যেতে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু বিধায়ক থেকে শুরু করে নেতা বাবুদের তাদের দুঃখ দুর্দশা চোখে পড়ে না। এক ৭০ ঊর্ধ্ব বৃদ্ধা জানান ৬০ বছর ধরে একই চিত্র দেখে আসছেন। আগে উনারা জমির উপর দিয়ে চলাচল করতেন।
পরবর্তী সময় জমিতে জল যাওয়ার ড্রেন করায় এই ড্রেনের উপর দিয়ে যাতায়াত করতো। কিন্তু খোলা ড্রেনের উপর দিয়ে যাতায়াত করতে অনেকটাই অসুবিধা হয় উনাদের। বর্তমানেও ওই বৃদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে এই খোলা ড্রেনের উপর দিয়ে যাতায়াত করেন। ওনারও ইচ্ছে যাতায়াতের জন্য একটি রাস্তার।
একটি রাস্তার জন্য জায়গা ছাড়তেও রাজি এলাকাবাসীরা। উনারা চাইছেন জল যাওয়ার ড্রেনের উপর শ্লেপ তৈরি করে দিলে উনারা অনায়াসে যাতায়াত করতে পারবে। এ রাস্তাটি নিয়ে এলাকাবাসীরা বিধায়ক থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বদের কাছেও লিখিত আকারে জানিয়েছেন ।
কিন্তু আজও তাদের ডাকে সাড়া দেয়নি কেউ। এখন রাজ্য সরকারের কাছে এলাকাবাসীদের একটাই দাবি তাদের চলাচলের জন্য এ রাস্তাটি যেন তৈরি করা দেওয়া হয়। তবে দেখার বিষয় সংবাদ পরিবেশনের পর রাজ্য সরকার , স্থানীয় বিধায়ক থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।