স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ মে।। আজ ৮ নং টাউন-বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে এক সুবিশাল প্রচার মিছিল ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে বড়দোয়ালী কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে জনসমর্থন আদায়ের জন্য। রবিবার দুপুরে কংগ্রেস ভবনের সামনে থেকে বেরিয়ে মিছিল বড়দোয়ালী কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরেছে।
মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ দলের যুব ও মহিলা কর্মীরা। মিছিল থেকে আওয়াজ তোলা হয়েছে আসন্ন উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থীকে জয়ী করে আগামী বিধানসভা নির্বাচনে শাসক দলকে বিদায় দেওয়ার।
আশীষ কুমার সাহা বলেন, গত সাড়ে চারবছরে বড়দোয়ালী কেন্দ্রে কোন উন্নয়ন হয়নি। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁর কোন মতামত নেওয়া হয়নি।