স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৯ মে।। ফের গন্ডাছড়ায় নেশা সামগ্রী সহ এক নেশাখোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় যান চালকরা। যান চালকদের এহেন ভূমিকায় খুশী সাধারণ মানুষ। প্রসঙ্গত ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা সদর সহ আশপাশ এলাকায় নেশাখোরদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
সমানতালে বৃদ্ধি পাচ্ছে নেশা সামগ্রী বিক্রেতাদের সংখ্যাও। ওই নেশাখোরদের নেশার যোগান দিতে গোটা এলাকায় নেশাখোররা প্রায় প্রতিদিন কোন না কোন গ্রামে চুরি কাণ্ড সংগঠিত করে সাধারণ মানুষকে নিঃস্ব করে চলেছে। পরিশেষে নেশার বিরুদ্ধে সরব হয় গন্ডাছড়া মহকুমা সদরের যান চালকরা।
গাড়ি চালানোর পাশাপাশি চালকরা নেশাখোর এবং নেশা বিক্রেতাদের উপর কঠোর নজরদারি চালায়। সাফল্যও আসে। কয়েক দিন পূর্বে দুই নেশাখোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলো। রবিবার ফের সাফল্য পায় চালকরা। রবিবার সাতসকালে দুই নেশা বিক্রেতার উপর নজর রাখছিল যান চালকরা।
বেলা দশটা নাগাদ মহকুমার দুর্গাপুরের বাসিন্দা সঞ্জিত ত্রিপুরা যখন এক নেশাখোরের কাছে ব্রাউন সুগারের কৌটু বিক্রি করছিলো ঠিক তখনই সঞ্জিত ত্রিপুরাকে হাতেনাতে ধরে ফেলে যান চালকরা।
পালিয়ে যেতে সক্ষম হয় ব্রাউন সুগারের ক্রেতা। ধৃত সঞ্জিতের কাছ থেকে আট কৌটু ব্রাউন সুগার উদ্বার করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় যান চালকরা। চালকদের এধরণের ভূমিকায় খুশি সাধারণ মানুষ।