আট দফা দাবী আদায়ে কর্মচারী সমন্বয় কমিটির গণঅবস্থান উদয়পুরে

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৯ মে।। আট দফা দাবিকে সামনে রেখে এিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ,বি,রোড) উদয়পুর শাখার উদ্যোগে রবিবার জামতলাতে বৃষ্টির মধ্যেও গনঅবস্থানে বসে শিক্ষক,কর্মচারীরা।

রাজ্য ব্যাপী আট দফা দাবির সঙ্গে স্থানীয় আরো সাত দফা দাবি যুক্ত করে অনুষ্ঠিত হয় এই গণঅবস্থান।গন অবস্থানে উপস্থিত থেকে শিক্ষক-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন জহর লাল দাস,প্রলয় দে,চারু মিয়া সহ প্রমুখ।

বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বলেন, শিক্ষক কর্মচারী ও পেনশনারদের বকেয়া ৩১ শতাংশ বকেয়া ডি,এ অবিলম্বে মিটিয়ে দেওয়া, কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপরিশ রাজ্যে কার্য্যকর করা,১০৩২৩ শিক্ষকদের অবিলম্বে চাকুরিতে পূর্ণবহাল করা,এসমা সহ শিক্ষক- কর্মচারী স্বার্থ বিরোধী সমস্ত কালো আইন অবিলম্বে বাতিল করা।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা ও গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানানো হয় রবিবার শিক্ষক – কর্মচারীদের গনঅবস্থানে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?