সপ্তাহব্যাপী ১৭-তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২৯ মে

অনলাইন ডেস্ক, ২৮ মে।। ভারতীয় চলচ্চিত্রের জাতীয় যাদুঘরে ফিল্ম ডিভিশন কমপ্লেক্সে তথ্যচিত্র, শর্ট ফিকশন এবং অ্যানিমেশন চলচ্চিত্রগুলিকে নিয়ে ১৭-তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ) আয়োজনের প্রস্তুতি তুঙ্গে । সপ্তাহব্যাপী এই দ্বিবার্ষিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি ওয়ারলির নেহরু কেন্দ্রে অনুষ্ঠিত হবে । উৎসবের সমস্ত প্রদর্শনী ফিল্ম ডিভিশন কমপ্লেক্সে হবে ।

সেখানে অত্যাধুনিক অডিটোরিয়াম রয়েছে । এমআইএফএফ ২০২২-এ সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া মিলেছে । ৩০টি দেশে ৮০৮টি চলচ্চিত্র এখানে স্থান পেয়েছে । এরমধ্যে ৩৫টি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং ৬৭টি জাতীয় প্রতিযোগিতার আওতায় ১০২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে । ‘এমআইএফএফ প্রিজম ক্যাটাগরি’র আওতায় ১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে । উৎসবের সেরা চলচ্চিত্রটি স্বর্ণ শঙ্খ পুরস্কার পাবে । সঙ্গে ১০ লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হবে ।

পাশাপাশি রৌপ্য শঙ্খ পুরস্কার, ট্রফি এবং শংসাপত্র সহ ৫ থেকে ১ লক্ষ টাকারও পুরস্কার রয়েছে । অনুষ্ঠানের শেষদিনে ছাত্রদের তৈরি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ১ লক্ষ টাকা এবং ও ট্রফি এবং সেরা নবাগত পরিচালকের জন্য দাদাসাহেব ফালকে চিত্রনগরি পুরস্কার দেওয়া হবে । ডঃ ভিম শান্তারাম লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও ঈর্ষনীয়।সেখানে ১০ লক্ষ টাকা, স্বর্ণ শঙ্খ এবং একটি সম্মাননা পত্র দেওয়া হবে । একজন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতাকে তার প্রামাণ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে । উল্লেখ্য, এস কৃষ্ণস্বামী, শ্যাম মেনেগাল, নরেশ বেদি, বিজয়া মুলে প্রমুখ বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতারা অতীতে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে সম্মানিত হয়েছেন ।

কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা ভি শান্তারামের স্মরণে এই পুরস্কারটি চালু করা হয় । বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এবছর সেই দেশকে ‘কান্ট্রি অফ ফোকাস’ হিসেবে বেছে নেওয়া হয়েছে । এমআইএফএফ ২০২২-এ বহুচর্চিত চলচ্চিত্র ‘হাসিনা- এ ডটারস টেল’ সহ বাংলাদেশের ১১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে । নেটফ্লিক্সের “মাইটি লিটল ভীম : আই লাভ তাজমহল” সিরিজের মূল পর্বটি এমআইএফএফ ২০২২-এ ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ।ভারত ও জাপানের যৌথ প্রযোজনায় প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র ‘রামায়ন : দ্য  লেজেন্ড অফ প্রিন্স রাম’-এর এমআইএফএফ-এ বিশেষ প্রদর্শনী হবে ।

ভারতের তথ্যচিত্র সংস্কৃতিতে চলচ্চিত্র বিভাগের অবদান বিশেষভাবে প্রদর্শিত হবে । এই চলচ্চিত্র উৎসবের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে অস্কারের জন্য মনোনীত হওয়া চলচ্চিত্র, ইতালি ও জাপানের বিশেষ চলচ্চিত্র, সম্প্রতি শেষ হওয়া আইএফএফআই-এর ভারতীয় প্যানোরমা বিভাগের ছবিগুলি ।

আমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, পুণের মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ টেকনোলজি, কেরালার কে আর নারায়ণান ফিল্ম ইনস্টিটিউটের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের চলচ্চিত্রগুলিও দেখানো হবে এখানে । এছাড়াও মায়ানমার থেকে শিক্ষার্থীদের অ্যানিমেশন তথ্যচিত্র এবং ব্রাজিলের অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবের শিক্ষার্থীদের অনন্য ছবিগুলি এখানে স্থান পেয়েছে । সত্যজিৎ রায়ের ‘সুকুমার রায়’ তথ্যচিত্রটি পুনরুদ্ধার করা হয়েছে । সেই সংস্করণের বিশেষ প্রদর্শন হবে এখানে ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?