স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ মে।। অল ইন্ডিয়া ডিএসও ত্রিপুরা রাজ্য কমিটি নতুন শিক্ষা নীতি ২০২০-এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আন্দোলনকারীরা দাবি করেছে যে শিক্ষার উপর নতুন নীতি আগামী প্রজন্মকে ভুল পথে নিয়ে যাবে।
মিডিয়াকে সম্বোধন করার সময় একজন আন্দোলনকারী বলেছিলেন, আমরা মোদী সরকারের আনা নতুন শিক্ষানীতির বিরুদ্ধে সারা দেশে এক মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছি। এই নীতিতে বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ, সাম্প্রদায়িকতা, কেন্দ্রীকরণ ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে যা সম্পূর্ণরূপে ছাত্র নৈতিকতার পরিপন্থী। এটি ভবিষ্যত প্রজন্মকে ভুল পথে নিয়ে যেতে পারে। আমরা
এই মে মাসে সারা দেশে বেশ কয়েকটি প্রচার কর্মসূচি পালন করেছি। আমরা, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্যরা এই অপ্রাসঙ্গিক শিক্ষানীতির তীব্র নিন্দা করি। যতক্ষণ না সরকার নীতিটি প্রত্যাহারের সিদ্ধান্ত না নেয় ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।