স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২৮ মে।। দেশব্যাপী দাবি দিবস উপলক্ষে কর্মচারী মহাসঙ্ঘের আহব্বানে দক্ষিণ জেলা ভিত্তিক দু’ঘণ্টার গণঅবস্থান সংঘটিত হয় বিলোনিয়া কর্মচারী সমন্বয় সমিতি অফিসের সামনে। সর্বভারতীয় রাজ্য কর্মচারী মহাসংঘের(এআ ইএস জিএফ) আহ্বানে শনিবার সকাল এগারোটা ত্রিশ মিনিট নাগাদ বিলোনীয়ায় ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির অফিস গৃহের সামনে দু ঘন্টার গনঅবস্হান সংগঠিত করে।
জাতীয় ও রাজ্যের কর্মচারী দের পঁচিশ দফা দাবীর সমর্থনে আজকের এ গনঅবস্হান। গনঅবস্হাননে ২৫ দফা দাবি গুলির মধ্যে, রাজ্যের শিক্ষক কর্মচারী ও পেনশনারদের বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে,প্রতিশ্রুতি অনুযায়ী ১০৩২৩ শিক্ষক দের অবিলম্বে চাকুরিতে পুনর্বহাল করতে হবে, শিক্ষার বেসরকারি করন বন্ধ করতে হবে, বেকারদের কর্মসংস্থান এর ব্যাবস্হা করতে হবে,সরকারি শিক্ষাব্যবস্থার বৈষম্য সৃষ্টি করা চলবে না,গনবন্টন ব্যাবস্হাকে শক্তিশালী করতে হবে,এদাবি গুলো সহ মোট ২৫ দফা দাবীর সমর্থনে এদিনের গনঅবস্হান।
গনঅবস্হানে আলোচনা রাখতে গিয়ে উপস্থিত বক্তারা, বর্তমানসরকার রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনার,স্বার্থবিরোধী সিদ্বান্তের তীব্র সমালোচনা করেন।
গন অবস্হানে সভাপতি মন্ডলিতে ছিলেন দীপা ভৌমিক,বিপ্লব ভূঁইয়া,সুরেন্দ্র ত্রিপুরা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি ( এইচ বি রোড) বিলোনীয়া বিভাগীয় কমিটির ব্যাবস্হাপনায় জেলা ভিত্তিক গনঅবস্হানে উপস্থিত নেতৃত্বরা হলেন,টিইসিসি সভাপতি বিপ্লব ভুঁইয়া, সম্পাদক ধীমান চক্রবর্তী, টিজিটিএ সম্পাদক জীবন শীল, টিইসিসি শান্তিরবাজার মহকুমা সম্পাদক চন্ডীদাতা জমাতিয়া,এবং রাষ্টপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অশোক মিত্র, সহ উপস্থিত শান্তিরবাজার বিলোনীয়ার প্রাক্তন ও বর্তমান নেতৃত্ব ও শিক্ষক কর্মচারী বৃন্দ।