স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৮ মে।। উদয়পুর শহরে একই রাতে ৩টি জায়গায় চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ৫ দোকান এবং মন্দিরে লুটপাট চালায় চোরেরা।
উদয়পুর ফুলকুমারী ড্রপ গেইট বাজারে তিনটি দোকান, টেপানিয়া ব্লক সংলগ্ন এলাকায় দুটি দোকান এবং চন্দ্রপুর গৌর নিতাই আশ্রমে হানা দেয় চোরের দল। ৫টি দোকান থেকে নগদ অর্থ ও সামগ্রী চুরি হয়। আর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে সব টাকা পয়সা নিয়ে যায় নিশিকুটুম্বরা।
ঘটনা শুক্রবার রাতে। শনিবার সকালে চুরির ঘটনা নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেয়া হয় আর কে পুর থানায়। পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে সনাক্ত করতে পারেনি।