অনলাইন ডেস্ক, ২৮ মে।। ইউক্রেন এতদিন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে আগ্রহী ছিল না। কিন্তু তাকে এবার বাস্তবতার মুখোমুখি হতে হবে। যুদ্ধ থামাতে হলে পুতিনের সঙ্গেই কথা বলতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ইন্দোনেশিয়ার একটি থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে আলাপকালে একথা বলেন।
জেলেনস্কি বলেন, ’রুশ নেতার সঙ্গে অনেক বিষয়েই কথা বলতে হবে। আমি জানি, আমাদের জনগণ তার সঙ্গে কথা বলতে আগ্রহী নয়। কিন্তু আমাদেরকে আমরা যে বাস্তবতায় আছি তার মুখোমুখি হতে হবে’।
তিন বলেন, ‘এই বৈঠক থেকে আমরা কী চাই? আমরা আমাদের হারানো জীবনগুলোকে ফিরে পেতে চাই। আমরা আমাদের সার্বভৌমত্ব ফিরে পেতে চাই’।
তবে তার অভিযোগ, রাশিয়াকে এখনো কোনো শান্তি আলোচনার জন্য আন্তরিক বলে মনে হচ্ছে না।