যুবরাজনগর কেন্দ্রে উপনির্বাচন নিয়ে দলীয় নেতা-কর্মীদের সাথ বৈঠক মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৮ মে।। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ডঃ মানিক সাহা শনিবার ধর্মনগরে পৌঁছেন। মূলত ধর্মনগর পৌঁছে প্রথমেই এদিন তিনি ভারতীয় জনতা পার্টির ৫৭ যুবরাজনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত হাফলং চিন্তা লোহার সদনে দলের এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা।

উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের ৪ টি আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। তার মধ্যে ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রটিও রয়েছে। তাই নির্বাচনী রণকৌশল তৈরি করতেই আজকের এই সাংগঠনিক বৈঠকের আয়োজন বলে দলীয় সূত্রে খবর। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জেলাশাসকের অফিস কার্যালয়ে সরকারি আমলাদের নিয়ে এক বৈঠকে যোগ দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?