স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ মে।। পিরিয়ড, মাসিক কিংবা ঋতুচক্র- মহিলাদের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ। কিন্তু আজও অনেকেই এই ব্যাপারে পুরোপুরি সচতন নন। তাই বছরের একটি দিনকে এই বিষয়ে সচেতন করার প্রয়োজন রয়েছে। তাই শনিবার মাসিকের স্বাস্থ্যবিধি দিবস পালন করা হল।
রাজধানী আগরতলা শহরের কাছে প্রতাপগড় স্কুল থেকে একটি মিছিল বের করা হয়। এই মিছিল মূলতঃ সচেতনতার। এই কর্মসূচির উদ্যোক্তা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।
মিছিলে অংশ নিয়েছেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। অংশ নেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, আশা কর্মীরা এবং এলাকার মহিলারা। মূলত ঋষি কলোনি বস্তি এলাকা ঘুরে মিছিলটি। বিলি করা হয় সচেতনতার লিফলেট।