অনলাইন ডেস্ক, ২৬ মে।। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের ভেতরে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন মুসল্লি নিহত হয়েছেন। একই দিন দেশটির উত্তরাঞ্চলে মিনিভ্যানে তিনটি বোমা বিস্ফোরণে নয় জন যাত্রী প্রাণ হারিয়েছেন। তালেবানদের বরাত দিয়ে খবরটি দিয়েছে ভয়েস অব আমেরিকা।
হাসপাতাল সূত্র জানায়, মসজিদের বোমার ঘটনায় পাঁচজন নিহত ছাড়াও ১৭ জন আহত ব্যক্তিকে ভর্তি করা করেছে।
তালিবান পুলিশের মুখপাত্র খালিদ জাদরানের তথ্য অনুযায়ী, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হজরত জাকারিয়া মসজিদের ওই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তিনি বলেন, মাগরিবের নামাজের জন্য লোকজন যখন ভেতরে ছিলেন তখনই বিস্ফোরণটি ঘটে।
এ দিকে বালখ প্রদেশে তালিবান নিযুক্ত মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলছেন, উত্তরাঞ্চলের মাজারে শরিফ শহরে মিনিভ্যানের ভেতরে বিস্ফোরক রাখা হয়। ওই বিস্ফোরণে নয় জন নিহত এবং ১৫ জন আহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, মাজারে শরিফে হতাহতের মধ্যে প্রায় সকলেই সংখ্যালঘু শিয়া মুসলমান।
তাৎক্ষণিকভাবে এ সব বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।