অনলাইন ডেস্ক, ২৫ মে।। এবার তামিলনাড়ুতে এক বিজেপি নেতাকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মঙ্গলবার রাজধানী চেন্নাইয়ের চিন্তদ্রীপেট এলাকায় তামিলনাড়ু বিজেপির এসসি/এসটি শাখার কেন্দ্রীয় জেলা সভাপতি বালাচন্দ্রনকে তিন অজ্ঞাতপরিচয় আততায়ী খুন করে। আততায়ীরা বালাচন্দ্রনকে কয়েকশো বার ছুরিকাঘাত করেছিল। নিহত বালাচন্দ্রনকে রাজ্য সরকার কর্তৃক একটি বেসরকারী নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) প্রদান করা হয়েছিল যার কারণে তাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল বলে খবর।
সূত্রের খবর, বালাচন্দ্রন রাজ্য সরকারের পক্ষ থেকে একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত, সেদিন তিনি ঘটনার সময় চা খেতে গিয়েছিলেন, যার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে আক্রমণ করেছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিজেপি নেতার। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, বাইকে চড়ে আসা তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বালাচন্দ্রনকে হত্যা করতে এসেছিল এবং পরে আততায়ীরা পালিয়ে গিয়েছিল।
ঘটনার বিষয়ে চেন্নাইয়ের পুলিশ কমিশনার শঙ্কর জিওয়াল বলেছেন, ব্যক্তিগত শত্রুতার কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা। পুলিশ কমিশনার জানান, অভিযুক্তদের গ্রেফতারে বিশেষ দল গঠন করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা হত্যাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। তামিলনাড়ুর বিরোধী দলীয় নেতা এ.আই.আই.ডি.M.কে. রাজ্য পুলিশের ব্যর্থতার তীব্র বিরোধিতা করেছেন কে পালানিস্বামী।