স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ মে।। আমাদের রাজ্যের প্রধানতম হাসপাতাল বা বলা চলে রাজ্যের চিকিৎসা পরিষেবায় সবথেকে উন্নত সরকারি হাসপাতাল হল জিবি হাসপাতাল। এই হাসপাতালে মেডিসিন বিভাগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এসে রোগীরা চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন। কিন্তু গত কিছুদিন যাবৎ মেডিসিন বিভাগে ভর্তি হওয়া রোগীরা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার পর হাসপাতালে বেড টুকুও পাচ্ছেন না। এমনটাই অভিযোগ করেন রোগীর পরিবারের লোকেরা।
যেখানে প্রচণ্ড গরমে সুস্থ মানুষেরা হাঁসফাঁস করছে। ফ্যান এসি ব্যবহার করেও গরমের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। হাসপাতালে ভর্তি হওয়া মুমূর্ষ রোগীরা শয্যার অভাবে পড়ে রয়েছেন মেডিসিন বিভাগের বারান্দায়। হাসপাতালের মেঝেতে নেই কোন পাখার ব্যবস্থা সাথে রয়েছে মশার তাণ্ডব। এখন সচেতন মহলের প্রশ্ন, রাজ্যের সব থেকে বৃহত্তম উন্নত হাসপাতাল কি তবে রোগীদের ন্যূনতম পরিষেবা টুকু দিতে পারছে না?
সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে রোগীর পরিবার-পরিজনেরা এমনটাই অভিযোগ করেন।রোগীর পরিবার পরিজন প্রচণ্ড গরমে হাতপাখা ব্যবহারের মাধ্যমে দিনের-পর-দিন হাসপাতালের মেঝেতে রোগীর সেবা করে যাচ্ছেন। যার ফলে রোগীর সাথে সাথে রোগীর পরিবার পরিজনেরা দিন দিন চরম অস্বস্তি এবং অসুস্থতা বোধ করছেন। তাই উনারা স্বাস্থ্য দপ্তর এবং সরকারের নিকট খুব শীঘ্রই এই সমস্যা দিকে দৃষ্টিপাত করার জন্য আবেদন জানিয়েছেন।