স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক, ২৫ মে।। কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী আজ। ১৯২৪ সালের ২৫ মে তিনি পাটনায় মৃত্যুবরণ করেন। তিনি ১৮৬৪ সালের ২৮ জুন কলকাতার মলঙ্গা লেনে জন্মগ্রহণ করেন।

বাবা চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়, মা জগত্তারিণী দেবী। আশুতোষ ১৮৭৯ সালে দ্বিতীয় স্থান অধিকার করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৮৮৪ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও ১৮৮৫ সালে গণিতে স্নাতকোত্তর করেন। পরে তিনি পদার্থবিদ্যায়ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।

১৮৮৮ সালে তিনি বিএল ডিগ্রি লাভ করেন এবং আইন ব্যবসায় নামেন। ১৮৮০ থেকে ১৮৯০ সাল পর্যন্ত তিনি দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে উচ্চতর গণিত নিয়ে লেখালেখি করেন। গণিতের ওপর তার দুটি অসাধারণ অবদান হলো ১৮৯৩ সালে প্রকাশিত ‘জিওমেট্রি অব কোনিক্স’ ও ১৮৯৮ সালে প্রকাশিত ‘ল অব পারপিচুইটিস’। দ্বিতীয় ভারতীয় হিসেবে ১৯০৬ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধিষ্ঠিত হন। এই দায়িত্ব পালন করেন ১৯১৪ সাল পর্যন্ত।

স্বদেশি আন্দোলন চলাকালে আশুতোষ ঔপনিবেশিক শিক্ষা কাঠামোর পক্ষে থাকেন এবং একে জাতীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা করেন। ১৯২১ থেকে ১৯২৩ সাল পর্যন্ত তিনি আবার উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯২৩ সালে ইংরেজ গভর্নর লর্ড লিটন যখন বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্ব করতে চান, তখন তিনি তা নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং পুনরায় উপাচার্যের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। এই তেজস্বিতার স্বীকৃতস্বরূপ জনগণের কাছ থেকে ‘বেঙ্গল টাইগার’ উপাধি পান। অবকাঠামোগত সংস্কারের পাশাপাশি তিনি কলা ও বিজ্ঞান অনুষদে নতুন নতুন বিষয় খোলেন এবং নিজে সিলেবাস তৈরি করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?