স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৪ মে।। ফায়ার সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে ছুটলেও রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছতে না পারায় শেষ পর্যন্ত গ্রামবাসীদের তৎপরতায় বিধ্বংশী অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেলো একটি পরিবার সহ গোটা গ্রাম। ঘটনা সোমবার রাতে। গন্ডাছড়া মহকুমার অন্তর্গত নারায়ণপুর এ ডি সি ভিলেজের চৌকিদার পাড়ার বাসিন্দা খলিন্দ্র আসলং -এর বাড়িতে। সোমবার রাতে নিমন্ত্রণ খেতে চলে যান খলিন্দ্র আসলং সহ তার গোটা পরিবারের লোকজন।
পাড়া প্রতিবেশীরা রাতে যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন তখন খলিন্দ্র আসলং সহ তার পরিবারের লোকজন বাড়িতে এসেই দেখতে পান রান্না ঘরে আগুন জ্বলছে। চিৎকার চেঁচামেচিতে এগিয়ে আসে গ্রামবাসিরা। খবর যায় ফায়ার সার্ভিসে। সংবাদ পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছার মতো কোন রাস্তা নাথাকায় ফিরে আসতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।
দিশেহারা হয়ে শেষ আগুন নেভানোর কাজে হাত লাগায় গ্রামবাসিরা। দীর্ঘাক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্বে আনে গ্রামের লোকজন। উক্ত বিধ্বংশী অগ্নিকান্ডে বাড়ির মালিক খলিন্দ্র আসলং -এর রান্নাঘরে থাকা ফ্রিজ সাইকেল সহ রান্নার বাসনপত্র পুড়ে ছাই হয়ে যায়। আনুমানিক ক্ষতির পরিমান আশি হাজার টাকা।