স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ মে।। আবারো রাতের আঁধারে বিশালগড় থানা এলাকায় এক দুঃসাহসিক চুরির কান্ড সংঘঠিত করল চোরেরা। ঘটনাটি ঘটেছে বিশালগড় রঘুনাথপুর এলাকার পোদ্দার বাড়িতে।
ঘটনার বিবরণে জানা গেছে বিশালগড় রঘুনাথপুর স্থিত পোদ্দার বাড়ির ঠাকুর ঘরে অন্যান্য দিনের মতো সোমবার রাতেও বাড়ির লোকেরা পূজো দিয়ে মন্দিরের দরজা জানালা বন্ধ করে চলে যান।কিন্তু মঙ্গলবার সকালে যখন বাড়ির নিত্য পূজা দেওয়ার জন্য পুরোহিত আসেন তখন তিনি দেখতে পান রাধাকৃষ্ণের বিগ্রহ থেকে গয়না গায়েব এবং ঠাকুর ঘরের অন্যান্য জিনিস নেই। এই দেখে হতবাক হয়ে তিনি বাড়ির লোকেদের ডেকে আনেন। তখনই চুরির ঘটনাটি তাদের নজরে আসে।
চোরের দল ঠাকুরের সমস্ত স্বর্ণ এবং রূপার অলঙ্কার সহ মন্দিরের সমস্ত মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করে বাড়ির অভিভাবক প্রীতিশ পোদ্দার। পরে খবর পাঠানো হয় বিশালগড় থানায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। প্রীতিশ পোদ্দার জানান, পোদ্দার বাড়ির এই রাধা কৃষ্ণের মন্দিরের বিগ্রহ গুলি প্রায় একশত বছরের পুরনো।