আরা কারা তৃণমূলে যাবেন?

অনলাইন ডেস্ক, ২৩ মে।। লোকসভা নির্বাচনের আগে থেকেই একের পর তৃণমূল নেতারা বিজেপিতে যেতে শুরু করেন। গত বছরের বিধানসভা নির্বাচনে সেই হার অনেকটা বেড়ে যায়। এখন আবার একে একে বিজেপি নেতারা তৃণমূলে ফিরতে শুরু করেছেন। তৃণমূল থেকে বিজেপিগামী নেতাদের উদ্দেশ্যে স্যোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য । এখন সেই সমস্ত নেতারা তৃণমূলে ফিরতেই ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে দেবাংশুকে।

২০১৯ সালে স্যোশাল মিডিয়ায় পোস্ট করে দেবাংশু লেখেন, যারা পাল্টি মারছে, ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পর যদি এদের ফিরত নেওয়া হয়, সেদিন থেকে আমি আম আদমি পার্টি বা কংগ্রেসের সমর্থন করব। কিংবা কোনও সমমনভাবাপন্ন দলের পাশে দাঁড়াবো। সেদিন আমি বেইমান হবে গর্বিত বেইমান। এই দলের সমর্থক আর থাকব না।

রবিবার অর্জুন সিংয়ের দলবদলের পর আরও একবার দেবাংশুর পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে। দেবাংশুর সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে পাল্টা পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । বাম মনভাবাপন্ন এই অভিনেত্রী লিখেছেন, ভগবান যেন তাঁর প্রতিশ্রুতি রাখেন। তখন থেকেই স্যোশাল মিডিয়ায় জল্পনা, তবে কী তৃণমূল ছাড়ছেন দেবাংশু।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর বিজেপি থেকে ফিরেছেন মুকুল রায়। বিজেপি ছেড়ে একে একে তৃণমূলের পথে ফিরেছেন সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়। গতকাল তৃণমূলে ঘর ওয়াপসি হয়েছে অর্জুন সিংয়ের। রবিবার বিকেলে উত্তর ২৪ পরগণার তৃণমূল নেতাদের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম স্ট্রিটের অফিসে তৃণমূলে যোগদান করলেন ব্যারাকপুরের সাংসদ।

যদিও তৃণমূল সূত্রে খবর, বিজেপি থেকে একাধিক নেতারা তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছেন। দরজা খুলে দিলে বিজেপি দলটা উঠে যাবে একথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পর থেকেই অঙ্ক মেলাতে বসেছে রাজনৈতিক মহল। আরা কারা তৃণমূলে যাবেন? সেটা জানার আগ্রহে রাজ্যবাসী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?