সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত শো ‘দাদাগিরি আনলিমিটেড’নিয়ে ডিজিটাল ল’ড়া’ই দুই Youtuber-দের ম’ধ্যে

অনলাইন ডেস্ক, ২৩ মে।। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত শো ‘দাদাগিরি আনলিমিটেড’ মঞ্চে কিছুদিন আগেই বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের দেখা গিয়েছে। শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল The Bong Guy ওরফে কিরণ দত্তকে।

উপস্থিত ছিলেন তালপাতার সেপাই খ্যাত প্রীতম দাস, ‘প্রেত কথা’ খ্যাত গৌরব তপাদার, দূর্বা দে, ঝিলম গুপ্তদের মতো কনটেন্ট ক্রিয়েটররা। ওই এপিসোডটি দেখে খুশি হয়েছিলেন নেটিজেনদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে হইচই শুরু হতেই বিতর্ক দানা বাঁধে। এই শোতে Kiran Dutta সহ বেশ কিছুজনকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রথম আপত্তি তোলেন সিনেবাপ ওরফে মৃন্ময় দাস।

তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিয়ো আপলোড করেন, যেখানে ‘দাদাগিরি’র প্রযোজকদের Roast করার পাশাপাশি পরোক্ষে আমন্ত্রিত কনটেন্ট ক্রিয়েটরদেরও কটাক্ষ ছুড়ে দেন।

সিনেবাপের দাবি ছিল, বাংলার বেশিরভাগ রিয়েলিটি শোতেই মূলত দক্ষিণবঙ্গের ক্রিয়েটারদের ডাকা হয়। এমনকী টলিউডেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল Content Creator -দেরই অগ্রাধিকার দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলিউডের নেপোটিজম বিতর্কও টেনে আনেন তিনি।

তিনি বলেন, আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বড় ফ্যান। যাওয়ার ইচ্ছে ছিল ‘দাদাগিরি’তে। কিন্তু, ডাকল না। আমাকে ডাকলে কি যেতাম না? দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গে অনেক ভালো ভালো কনটেন্ট ক্রিয়েটার রয়েছেন।

রসিকতার ছলে তাঁর সংযোজন, ভাবছেন নিজের ঢাক নিজে পেটাচ্ছি? হ্যাঁ, পেটাতে হচ্ছে। কারণ, অন্য কেউ পেটায় না তো! আমাকে ডাকলে ‘দাদাগিরি’র TRP আরও একটু বাড়ত।

সিনেবাপের এই Video প্রকাশ্যে আসার পর কিরণ দত্তের সঙ্গে তাঁর পুরনো সমস্যার স্মৃতি ফিরে এসেছে নেট পাড়ায়। অনেকে বলছেন, কিরণের সঙ্গে তিক্ত সম্পর্কের জন্য ওই ধরনের মন্তব্য করেছেন। যদিও Cinebap -এর অনুরাগীদের দাবি, জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরদের ডাকা উচিত ছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?